Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারাতে যে পরিকল্পনা সাজাচ্ছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১২:১২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:১৭

কামিন্স-রোহিত

একটা সময় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ছিল তাদের একক আধিপত্য। সেই অস্ট্রেলিয়াকেই টানা দুইবার এই সিরিজে হারিয়েছে ভারত। কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার মাটিতে ৫ টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুই দল। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, এবার আর ভারতকে সিরিজ জিততে দেবেন না তারা।

২০১৮-১৯ মৌসুমে বিরাট কোহলির অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত। ২০২০-২১ এ ভারতের মাটিতে অজিংকা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার এই ট্রফি ঘরে তুলেছিলেন তারা। টানা তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েছে রোহিত শর্মার ভারত।

বিজ্ঞাপন

সিরিজ শুরুর আগে কামিন্স বলছেন, এবার আর ভারতকে সিরিজ জিততে দেবেন না তারা, ‘অবশ্যই আমরা তাদের সিরিজ জিততে দিতে পারি না! আমি রোহিতের বিপক্ষে অনেক খেলেছি, কিন্তু তার সাথে একই দলে খেলিনি। কিন্তু রোহিতের অধীনে ভারতকে অনেক বেশি গোছানোই মনে হয়েছে। তাদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ অন্য ম্যাচেও আমরা সাফল্য পেয়েছি। সেই অভিজ্ঞতাকেই আমরা কাজে লাগাতে চাইব।’

ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জাসপ্রীত বুমরাহ। কামিন্স মানছেন, এই সিরিজে বড় ভূমিকা রাখবেন বুমরাহ, ‘আমি বুমরাহর অনেক বড় ভক্ত। সে দুর্দান্ত একজন বোলার। ভারতের হয়ে সে এই সিরিজে বড় ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। সে ভারতের মাটিতেও অনেক ম্যাচ খেলেছে।’

আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সারাবাংলা/এফএম

প্যাট কামিন্স ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর