Tuesday 31 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর নিয়ে যা জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১০:২৪

রোনালদো

বয়স তার ৪০ ছুঁইছুঁই। তার সমসাময়িক ফুটবলারদের প্রায় সবাই বহু আগেই চলে গেছেন অবসরে। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। সবশেষ পোল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে পর্তুগালকে নিয়ে গেছেন ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে। ম্যাচের পর দেওয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলছেন, অবসর নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি।

রোনালদোর জোড়া গোলেই সেমিতে পৌঁছে গেছে পর্তুগাল। পোল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাসও গড়েছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম ম্যাচ জিতে তিনিই এখন সর্বোচ্চ ম্যাচজয়ী ফুটবলার। ৯১০ গোল নিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও সিআর সেভেন।

বিজ্ঞাপন

তবে আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন রোনালদো? রোনালদো নিজেই জানালেন, যতদিন উপভোগ করবেন ততদিনই খেলে যাবেন তিনি, ‘আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। অবসর নিয়ে ভাবছি না। এটা ২-১ বছরের ভেতর হতে পারে। আমি দ্রুতই ৪০ বছরে পা দেব। আমি সত্যিই ফুটবলটা উপভোগ করে যেতে চাই। যতদিন আমি উজ্জীবিত থাকব ততদিনই খেলব। যখন এটা থাকবে না সেদিনই আমি খেলা ছেড়ে দেব।’

ফুটবল ছাড়ার পর কি কোচিংয়ে দেখা যাবে রোনালদোকে? রোনালদো বলছেন এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখতে পাচ্ছি না। এটা আমার পরিকল্পনাতে নেই। ফুটবলের বাইরেই আমার জীবন হবে। তবে সময়ই বলে দেবে কি হয়।’

সারাবাংলা/এফএম

অবসর ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর