Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঝগড়ার জেরে’ চাচার হাতে ভাতিজা খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ০২:১৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভাতিজাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন চাচা।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল (২৩) ওই গ্রামের জামাল মিয়ার ছেলে। তার চাচা জালাল উদ্দিন (৪০) কাজের সূত্রে রাউজান উপজেলায় বসবাস করেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান সারাবাংলাকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর জালাল পটিয়ায় তার গ্রামের বাড়িতে আসেন। রাতে ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার সময় পাওনা টাকা ও একটি তোষক নিয়ে ভাতিজা রাসেলের সঙ্গে তার ঝগড়া হয়।

এক পর্যায়ে জালাল রাসেলের গলায় ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী সাংবাদিকদের জানান, জবাই করা অবস্থায় রাসেলকে হাসপাতালে নেওয়ার পর পরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য আইনগত প্রস্তুতি নিচ্ছিল পুলিশ।

ঘটনার পর পালিয়ে যাওয়া জালালকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আতাউর রহমান।

সারাবাংলা/আরডি/পিটিএম

চাচার হাতে টপ নিউজ ভাতিজা খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর