Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ‘প্রেমচাঁদ ফেলোশিপ’ পাচ্ছেন সফিকুন্নবী সামাদী

সারাবাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ২৩:১৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২৩:২১

অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। ছবি: সংগৃহীত

রাজশাহী: সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।

অধ্যাপক সামাদী নিজেই শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। পুরস্কার নিতে আগামীকাল তিনি ভারতে যাবেন।

আগামী ১৯ নভেম্বর দিল্লি সাহিত্য একাডেমি অডিটোরিয়ামে তাকে এই ফেলোশিপ দেওয়া হবে। এই ফেলোশিপ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্য থেকে প্রতিবছর বিশিষ্ট একজনকে দেওয়া হয়।

ভারতের সাহিত্য আকাদেমির সেক্রেটারি ড. কে. শ্রীনিবাসরাওয়ের সই করা এক চিঠি থেকে জানা যায়, গত ২৬ জুলাই অধ্যাপক সফিকুন্নবীকে এই ফেলোশিপের জন্য অফার লেটার পাঠায় সাহিত্য একাডেমি। ফেলোশিপটির মেয়াদ ১৫ দিন। তিনি ভারতে ১৫ দিন অবস্থান করে দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে তিনটি বক্তৃতা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘ফেলাশিপটির জন্য সাহিত্য আকাদেমি আমাকে অফার লেটার পাঠায় এবং আমি তা গ্রহণ করি। আমি যে গবেষণাগুলো করেছি তার উপরেই তারা আমাকে এই ফেলোশিপ দেবেন। মূলত গবেষণা ও অনুবাদের জন্য তারা আমাকে বেছে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘পুরস্কার পেলে অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। তবে এর সঙ্গে সঙ্গে দায়িত্বও অনেক বেড়ে যায়।’

অধ্যাপক সামাদী জানান, পিএইচডি-তে তিনি মুন্সী প্রেমচাঁদ ও শরৎচন্দ্রের কম্পারেটিভ স্ট্যাডি করেছেন। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও নজরুলের গান নিয়ে কাজ করেছেন তিনি। উর্দু ও হিন্দি মিলিয়ে প্রায় ২০টি বইয়ের অনুবাদ আছে তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের সৈয়দ শামসুল হক এবং সেলিনা হোসেন এই ফেলোশিপ পান।

সারাবাংলা/পিটিএম

প্রেমচাঁদ ফেলোশিপ সফিকুন্নবী সামাদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর