Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারের নতুন সঞ্চালক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২২:১০

২০২৫ সালে অনুষ্ঠিতব্য ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় মার্কিন সঞ্চালক ও কমিডিয়ান কোনান ও’ব্রায়েন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেমনটিই জানিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

জনপ্রিয় এই উপস্থাপক প্রথমবারের মতো এই শো উপস্থাপন করতে যাচ্ছেন। এর আগে টানা দুবার অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন লেট-নাইট টেলিভিশন তারকা জিমি কিমেল।

বিজ্ঞাপন

গত শুক্রবার এ নিয়ে এক বিবৃতিতে রসিকতা করে কোনানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ মার্চ ক্যালিফোর্নিয়ায়।

কোনানকে উপস্থাপক হিসেবে নির্বাচন প্রসঙ্গে এক বিবৃতিতে অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং অ্যাকাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘আমাদের চলচ্চিত্র উদযাপনের এই বৈশ্বিক অনুষ্ঠানের জন্য ও’ব্রায়েন উপযুক্ত ব্যক্তি। তার অসাধারণ রসবোধ, সিনেমার প্রতি ভালোবাসা এবং সরাসরি টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা দর্শকদের আমোদিত করবে। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে তার অসাধারণ দক্ষতা অস্কারের মূল কাজ। বছরের সেরা চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সম্মানিত করার এ আয়োজন সফল করতে সেটি সাহায্য করবে।’

৬১ বছর বয়সী কোনান এমি পুরস্কারজয়ী লেখক এবং প্রযোজক। তিনি ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ এবং ‘কোনান’ অনুষ্ঠানগুলোর মাধ্যমে বহু বছর ধরে টেলিভিশনের জন্য অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’ এবং ‘দ্য সিম্পসনস’-এর চিত্রনাট্যকার ছিলেন।

বিজ্ঞাপন

কোনান দুবার এমি অ্যাওয়ার্ডস এবং এমটিভি মুভি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেছেন। এ ছাড়া তিনি দুবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সঞ্চালক ছিলেন। এই মুহূর্তে তিনি ‘কোনান ও’ব্রায়েন নিডস আ ফ্রেন্ড’ নামে একটি পডকাস্ট শো চালাচ্ছেন।

গত আট বছরে চারবার অস্কার উপস্থাপনা করেছেন কিমেল এবং কমেডিয়ান জন মুলানি। অস্কার উপস্থাপনার প্রস্তাব দিলে এবার তারা সে প্রস্তাব ফিরিয়ে দেন। ডেডলাইন সূত্রে জানা গেছে, এই দায়িত্বের জন্য রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, উইল ফেরেল, অ্যামি পোহলার এবং ডোয়াইন জনসনসহ আরও কয়েকজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এজেডএস

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার কোনান ও’ব্রায়েন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর