‘অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বিএনপি’
১৬ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২২:১৩
টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, দিয়ে যাবো। এই সরকারকে সামনে রেখেই গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছি। তাদের নেতৃত্বেই একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল বার সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে সমন্বয়হীনতা-সিদ্ধান্তহীনতা দেখতে পাচ্ছি। সরকারের একজন উপদেষ্টা এক ধরনের কথা বলেন তো আরেকজন আরেক ধরনের কথা বলেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের হাতে পর্যাপ্ত সময় আছে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।’
প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাম ইকবাল।
সারাবাংলা/এসআর
অবাধ-নিরপেক্ষ নির্বাচন নির্বাচন বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান