৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক মহাসম্মেলন করতে চান সাদপন্থিরা
১৬ নভেম্বর ২০২৪ ২০:৫১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২৩:০৯
ঢাকা: তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন করবেন। তারা আগামী ৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসম্মেলন হতে পারে বলে জানা গেছে। তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর এখনো আবেদন করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং পথ ও পন্থা’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনের আয়োজন করা হবে।
ইসলামি মহাসম্মেলনে ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিসর, তুরস্কসহ ইউরোপ, আমেরিকা থেকেও প্রতিনিধিরা অংশ নেবেন। ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে।
এ বিষয়ে সাদ কান্ধলভীর অনুসারী ও কাকরাইল মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হবে।
সম্মেলনে যাত্রাবাড়ী মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান বা চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে সভাপতিত্ব করার প্রস্তাব দেওয়া হবে।
সারাবাংলা/কেআইএফ/এসআর