Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রাম ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২২:১৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রাম ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা অশঙ্কাজনক।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা মো. দুলালের ছেলে অটোরিকশাচালক সুজন (২৮) ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ের সিএও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান জানান, সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে উল্লাপাড়ার যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটি পরিবহণের ড্রাম ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরহেদ উদ্ধার করে থানা আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর