ব্রাজিলের বিনিয়োগ চায় ঢাকা
১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৯:৫০
ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দক্ষিণ এশীয় ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাকে আপনার মেয়াদে প্রথম বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।’
ঢাকায় অবস্থিত ব্রাজিল দূতাবাস নগরীর একটি হোটেলে ব্রাজিলের ২০২তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ব্রাজিল ১৯৭২ সালেই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পৃক্ততা সীমিত বলেই প্রতীয়মান হয়।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সফর ছিল ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর।
তার মন্তব্যে তুলে ধরা হয়েছে যে গত বছর ব্রাজিলের তিনটি বাণিজ্য মিশন বাংলাদেশ সফর করেছেন। এক্ষেত্রে সুযোগ অন্বেষণে ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গ্লোবাল সাউথের মূল কণ্ঠস্বর হিসেবে দেশটির উদীয়মান ভূমিকার ওপর জোর দিয়ে ফরিদা ব্রিকসে যোগদানে বাংলাদেশের পক্ষে ব্রাজিলের সমর্থন চেয়েছেন।
তিনি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়ে বাংলাদেশ এবং দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মেরকোসুরের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু এবং ত্বরান্বিত করার প্রচেষ্টাকে সমর্থন করার জন্যও ব্রাজিলের প্রতি আহ্বান জানান।
ব্রাজিলের রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, দুদেশের ‘সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে’ এবং দুদেশ ‘তা এগিয়ে নিতেও প্রস্তুত রয়েছে’।
রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত কূটনীতিক এবং বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সারাবাংলা/এসআর