‘জোরজবরদস্তি করে বলি না শিবির করতে হবে’
১৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:০২
চট্টগ্রাম ব্যুরো: ইসলামী ছাত্রশিবির করার জন্য কখনো কোনো শিক্ষার্থীকে জোরজবরদস্তি করা হয় না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত প্রথমবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা কোনো শিক্ষার্থীকে জোরজবরদস্তি করে বলি না যে ছাত্রশিবির করতে হবে। সকলে দলে দলে এসে শিবিরে যোগ দেবে, আমরা এমনটাও চাই না। আমরা চাই একজন মানুষ হিসেবে আপনারা নীতিনৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধ বজায় রাখেন। আমরা সকলকেই বলবো, আপনারা ভালো ও শিক্ষার্থীবান্ধব কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেনি। দেশব্যাপী একধরণের ভয়ের সংস্কৃতি ছিল। কোন দল যদি ইসলামি মূল্যবোধ ধারণ করে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করব। আমাদের আদর্শিকভাবে কেউ মোকাবিলা করতে পারে না, আমাদের আদর্শ নবী রাসূল, সাহাবিদের আদর্শ।’
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. হাশমত আলী, শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. ওসামা রায়হান বক্তব্য দেন।
সারাবাংলা/এমআর/ইআ