Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি আইন ভঙ্গে দোষী সাব্যস্ত দ. কোরিয়ার বিরোধী নেতা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ১৪:০৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২৮

দ. কোরিয়ার বিরোধী নেতা লি জে মিয়ং। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি আদালত বিরোধী নেতা লি জে মিয়ংকে নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে, যা আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থি পদ পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত করে তুলেছে।

সিওল সেন্ট্রাল জেলা আদালত ডেমোক্রেটিক পার্টির এই নেতাকে ২০২১ সালে একটি ভূমি উন্নয়ন প্রকল্প নিয়ে মিথ্যা দাবি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এটি ছিল তার প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার অংশ।

বিজ্ঞাপন

আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে, তবে তা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

লি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের মত পোষণ করেছেন। আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘এখনও দুইটি উচ্চতর আদালত বাকি রয়েছে। আর জনগণের ও ইতিহাসের আদালত চিরন্তন।’

লি জে-মিয়ং একজন আগ্রাসী উদারপন্থী নেতা, ২০২২ সালের নির্বাচনে বর্তমান রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন তিনি।

তিনি বর্তমানে মি. ইউনের প্রধান প্রতিদ্বন্দ্বী। ইউন এখন একটি রাজনৈতিক কেলেঙ্কারির মুখোমুখি এবং তার জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণ কমেছে। এপ্রিলে সংসদীয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভূমিধস বিজয় লির সম্ভাবনা আরও বাড়িয়েছে।

লি জে মিয়ং-এর রাজনৈতিক জীবন

লি জে মিয়ং দক্ষিণ কোরিয়ার অন্যতম বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন প্রাক্তন কারখানা শ্রমিক হিসেবে শুরু করা লির রাজনৈতিক জীবনের শুরু। দারিদ্র্য থেকে উঠে আসার গল্প দিয়ে রাজনৈতিক সাফল্য অর্জন করেছেন তিনি। তবে তার রাজনৈতিক জীবন নানা কেলেঙ্কারি ও সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত অভিযোগে আচ্ছন্ন।

বিজ্ঞাপন

২০২২ সালে, লি সিয়ংনামে মেয়র থাকা অবস্থায় দুটি বিতর্কিত উন্নয়ন প্রকল্প নিয়ে মিথ্যা দাবি করার অভিযোগে অভিযুক্ত হন। একই বছর জানুয়ারিতে, এক ছুরিকাঘাতের হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার গলায় অস্ত্রোপচার করতে হয়।

আগামী ২৫ নভেম্বর আদালত আরও একটি মামলার রায় দেবে, যেখানে লির বিরুদ্ধে সাক্ষ্য প্ররোচিত করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ২০১৯ সালে সিয়ংনামের একটি আদালত মামলায় একজন কর্মচারীকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন।

লি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়।’ প্রেসিডেন্ট ইউন, একজন সাবেক প্রসিকিউটর তার বিরুদ্ধে এই কেলেঙ্কারি পরিচালনা করছেন বলে তিনি দাবি করেন।

সারাবাংলা/এনজে

আদালত দক্ষিণ কোরিয়া দোষী বিরোধী নেতা লি জে মিয়ং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর