Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডের ‘ঐতিহ্য’ ফেরাতে প্রত্যয়ী আমোরিম

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৮

রুবেন আমোরিম

অনেকটা আচমকাভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব এসেছে তার ঘাড়ে। এরিক টেন হাগকে বরখাস্ত করার এক সপ্তাহের মাঝেই রুবেন আমোরিমকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর আমোরিম বলছেন, ক্লাবকে তার আগের ঐতিহ্যে ফিরিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।

২০১৩ সালে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই শুরু হয় ইউনাইটেডের নিম্নমুখী যাত্রা। আমোরিমের আসা পর্যন্ত এই নিয়ে ৭ জন ম্যানেজার বদল করেছে ক্লাবটি। ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৯ বছর বয়সী আমোরিম।

বিজ্ঞাপন

ক্লাবের হয়ে এখনো ডাগআউটে মাঠে নামা হয়নি আমোরিমের। ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমোরিম বলছেন, ইউনাইটেডের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তিনি, ‘ইউনাইটেড যেন তার আগের অবস্থানে ফিরে যায় সেই চেষ্টাই থাকবে। ক্লাবের যে ঐতিহ্য ছিল সেখানেই আমরা ফিরে যেতে চাই। আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমরা নিকট ভবিষ্যতেই সাফল্য পাব।’

২০১২ সালে সবশেষ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছিল ইউনাইটেড। এক যুগের বেশি সময় ধরে লিগ শিরোপা না জেতায় স্বভাবতই হতাশায় ভুগছেন সমর্থকরা। আমোরিম বলছেন, ফুটবলার ও সমর্থকদের জন্য বড় শিরোপা জেতাটা খুবই প্রয়োজন, ‘আমরা অতীতে অনেক ট্রফি জিতেছি। সে স্মৃতিগুলো দেখলে যে কারোরই খারাপ লাগবে। আমরা আমাদের ঐতিহ্যটা বুঝি। আমরা লিগে ও ইউরোপে চ্যাম্পিয়ন ছিলাম। দলের মাঝে এই ব্যাপারটা ফিরিয়ে আনতে হবে। যেই এখানে খেলতে আসুক না কেনো, তাকেও এটা অনুভব করাতে হবে। এটা সাফল্য পাওয়ার জন্য জরুরি।’

বিজ্ঞাপন

আগামী ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে ইপসউইচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আমোরিমের যাত্রা।

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ রুবেন আমোরিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর