Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ১০:৪২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২৮

ওয়েস্ট ইন্ডিজ দল

এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বাংলাদেশ দল সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আগেই। এবার স্কোয়াড ঘোষণা করল স্বাগতিকরা। জেসন হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাঁধের ইনজুরিতে পড়েছেন হোল্ডার। এতেই দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন দলের এই নিয়মিত মুখ। হোল্ডারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপস। দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট।

বিজ্ঞাপন

পেস আক্রমণে কেমার রোচের সাথে ফিরেছেন আলজারি জোসেফ। আছেন নতুন সেনসেশন শামার জোসেফ ও জেইডন সেলসও। স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকন ও কেভিন সিলক্লেয়ার।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগাতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকাতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, টেভিন ইমলাক, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকেল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকন।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর