Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বেকারি ওয়ার্কশপে আগুন  

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে আগুনে একটি বেকারি ও একটি গাড়ির ওয়ার্কশপ পুড়ে গেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া ওয়ার্ডের লোহারপোল এলাকায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টার দিকে বেকারিতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আধাঘন্টার মধ্যেই আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন অগ্নি নির্বাপক দলের কর্মীরা।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেকারি ও ওয়ার্কশপ পুরোটাই পুড়ে গেছে। তবে এসময় ওয়ার্কশপে কোনো গাড়ি ছিল না।

আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমপি

আগুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর