আইপিএলের মেগা নিলামে থাকছেন যে ১২ বাংলাদেশি
১৫ নভেম্বর ২০২৪ ২৩:৫৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৪০
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের মেগা নিলাম। এই মেগা নিলামে নাম দিয়েছিলেন মোট ১৩ জন বাংলাদেশি ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসসহ মোট ১২ জন।
আসন্ন এই মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার ৫৮৪ জন ক্রিকেটার। যাচাই-বাছাইয়ের পর সেখান থেকে ৫৭৪ জনের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যাদের নিলামে তোলা হবে দুই দিন মিলিয়ে। এর মধ্যে ২৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার। আইসিসির সহযোগী দেশ থেকেও আছেন তিনজন ক্রিকেটার।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ১২ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ছয়জনই পেসার। চারজন অলরাউন্ডার ও দুজন রয়েছেন ব্যাটার। সাকিব-মোস্তাফিজ-মিরাজ-লিটন ছাড়াও চূড়ান্ত তালিকায় আছেন রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি মোস্তাফিজের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যতে নিলামে উঠবেন সাকিব, মিরাজ ও তাসকিন। বাকিরা সবাই ৭৫ লাখ রুপি ক্যাটাগরিতে।
বাংলাদেশি ক্রিকেটারদের কার ভিত্তিমূল্য কত?
২ কোটি রুপি: মোস্তাফিজুর রহমান
১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ
৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
সারাবাংলা/জেটি
আইপিএল আইপিএল নিলাম মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান লিটন দাস সাকিব আল হাসান