Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ২২:৫১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৪০

বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করেছে ‘নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম’

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং এ রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে আগামী রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে ‘নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম’। গত ২৯ অক্টোবর থেকে এ দাবিতে টানা কর্মসূচি চলছিল।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন রফিউর রাব্বি। পরে তারা একটি মশাল মিছিল বের করে। মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীরবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বাসভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা নির্ধারণের দাবি সংগঠনটির। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছেন তারা। নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। বাসভাড়া কমাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

গত কয়েকদিনে জেলা প্রশাসকের নেতৃত্বে যাত্রী অধিকার ফোরাম, বাস মালিক ও সরকারি কয়েকটি দপ্তরের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে। তবে, বাসভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়েছে যাত্রী অধিকার ফোরাম।

বিজ্ঞাপন

শুক্রবার সমাবেশে রফিউর রাব্বি বলেন, ‘এই দাবি হুট করে উত্থাপন করা হয়নি। নারায়ণগঞ্জে বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বহুবছর আমরা সংগ্রাম করছি। পরিবহণকে কেন্দ্র করে এটিকে চাঁদাবাজির উৎস হিসেবে রেখে কোটি কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া দীর্ঘদিনের প্রক্রিয়া। বিশেষ করে শেখ হাসিনার শাসনামল থেকে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। তার আমলে কিলোমিটার প্রতি ভাড়া অযৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরিবহণ খাতে সম্পৃক্ত হয়ে সরকারি মন্ত্রী-আমলারা পরিবহন মালিকদের সঙ্গে যোগসাজসে ভাড়া নির্ধারণ করে গেছেন।’

তিনি বলেন, ‘আরটিসির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আমাদের নিয়ে কয়েকবার বসেছেন। আমরা বলেছি, কিলোমিটার প্রতি যে ভাড়া সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটি অযৌক্তিক। শেখ হাসিনার আমলে দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাকে মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে তার প্রজ্ঞাপন কেন পালন করতে হবে?’

তিনি আরও বলেন, ‘গত এপ্রিলের ওই প্রজ্ঞাপনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া দেখানো হয়েছে ৫৩ টাকা। অথচ ভাড়া নির্ধারণ করা হয় ৫৪ টাকা। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ৫৫ টাকা। এর বিরুদ্ধে আরটিসি কোনো ব্যবস্থা নেয়নি। ঢাকা-নারায়ণগঞ্জে রুটে দৈনিক ৫০ হাজার মানুষ যাতায়াত করে। ফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন ১ লাখ টাকা অতিরিক্ত আদায় করছে। সাধারণ মানুষের পক্ষে অবস্থান না করে এখনও মালিকদের পক্ষে আপনারা অবস্থান করছেন।’

জেলা প্রশাসকের উদ্দেশে রাব্বি বলেন, ‘আমরা বলেছি, ১৫ তারিখের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই। জেলা প্রশাসককে বলছি, এই গণদাবির প্রতি সম্মান রেখে ৪৫ টাকা ভাড়া ঘোষণা করুন। না হলে আগামী পরশু দিন নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় নেমে হরতাল পালনের মধ্য দিয়ে এই আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করবে। নারায়ণগঞ্জের মানুষ আগেও তাদের ন্যায্যদাবি কীভাবে আদায় করতে হয় তা প্রমাণ করে দেখিয়েছে, পরশুদিনও দেখাবেন।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘আমরা বাসভাড়া নতুনভাবে নির্ধারণের বিষয়ে মালিক ও যাত্রী সংগঠনের নেতাদের নিয়ে একাধিকবার বসেছি। উভয়পক্ষই তাদের মতামত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে দয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।

সারাবাংলা/পিটিএম

আধাবেলা টপ নিউজ নারায়ণগঞ্জ হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর