বাহিনীর রেশনের চাল বিক্রি হচ্ছে ব্র্যান্ডের প্যাকেটে
১৫ নভেম্বর ২০২৪ ১৯:১৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সরকারী বাহিনীর রেশনের চাল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলীর মেসার্স খাজা ভান্ডার নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, পাহাড়তলীতে খাদ্য অধিদফতরের চাল বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় ভরে বাজারজাত করার দায়ে মেসার্স খাজা ভান্ডার নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি খাদ্য অধিদফতরের বস্তার মোটা চাল নিজস্ব গুদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে। এরপর তারা তীর মার্কা সুপার চাল, প্রজাপতি মার্কা, নুরজাহান ব্র্যান্ড, চিংড়ি মাছ মার্কা, আপেল ব্র্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে চাল বস্তায় ভরে বিক্রি ও গুদামজাত করে আসছিল। সে সঙ্গে চালের বস্তায় ওজনেও কম পাওয়া গেছে।
আনিছুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করেছি। তিনি সরকারি বিভিন্ন বাহিনী থেকে রেশনের এসব চাল কিনতেন। সেটা তিনি পারেন। তবে অন্য ব্র্যান্ডের বস্তায় এসব চাল বিক্রির কোনো অনুমতি তার নেই।’
এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে গুদামটিতে অভিযান চালিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা না থাকায় সেদিন বিষয়টি সুরাহা করা যায়নি।
সারাবাংলা/আইসি/এনজে
চট্টগ্রাম বাহিনীর রেশন বিক্রি ব্র্যান্ডের প্যাকেট রেশনের চাল