লাহোরে বায়ু দূষণ
দিনে অসুস্থ ১৫ হাজার, মাসে ১৯ লাখ
১৫ নভেম্বর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২০:৩০
পাকিস্তানের লাহোরে বায়ু দূষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই শহরে বাতাসের গুণগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এক হাজার ৯০০। যা অতি অতি ভয়ানক হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শহরটিতে একদিনে ১৫ হাজার মানুষ অসুস্থ হয়েছে। গত এক মাসে দূষণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ১৯ লাখ ৩৪ হাজার ৩০।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, দূষণ আর ধোঁয়ার কারণে এই শহরে প্রতি মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু থেকে বয়স্কদের ভিড় বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এক দিনে ১৫ হাজার মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুকনো কাঁশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। সরকারি হাসপাতালগুলোর অবস্থা শোচনীয়। দূষণের জেরে মেয়ো হাসপাতালে ভর্তি চার হাজার রোগী। জিন্নাহ হাসপাতালে তিন হাজার ৫০০, গঙ্গারাম হাসপাতালে তিন হাজার এবং শিশু হাসপাতালে দুই হাজার।
স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সরকারের এখনই উচিত দূষণের উৎসগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা। ইতোমধ্যেই লাহোরে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর জন্য শহরবাসীর কাছে আবেদন করছে প্রশাসন।
পরিস্থিতি না শোধরানো পর্যন্ত স্কুল, কলেজগুলো বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের উপরেও তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয়। এর জেরে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই আপাতত তিন মাস বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সারাবাংলা/এইচআই