Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক নিষিদ্ধ ইস্যুতে ‘ইউ টার্ন’ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৪১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আর এর মধ্যেই টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

ট্রাম্প প্রথম মেয়াদে চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন টিকটক অ্যাপটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্ষমতায় আবার এসে তিনি বলেছেন, টিকটককে রক্ষা করবেন, যদিও এর বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

জো বাইডেনের স্বাক্ষরিত আইনের অধীনে বাইটড্যান্সকে জানুয়ারি ১৯, ২০২৪-এর মধ্যে তাদের শেয়ার বিক্রি করতে বলা হয়েছে। বিক্রি করতে না পারলে, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প সরাসরি এই নিষেধাজ্ঞা বাতিল করতে পারবেন না। তবে তিনি কংগ্রেসকে আইনের শর্ত শিথিল করতে বা নতুন সমঝোতার জন্য ক্ষমতা দেওয়ার প্রস্তাব করতে পারেন।

টিকটকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া, যেখানে বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাকস্বাধীনতার ওপর আঘাতের অভিযোগ তুলেছে, এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

টিকটকের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রে বিভক্ত মতামত রয়েছে। কিছু আইনপ্রণেতা এবং বিশ্লেষকরা বলছেন, টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, আবার অনেকে যুক্তি দিচ্ছেন যে চীনা মালিকানার বাইরে গিয়ে অ্যাপটির কার্যক্রম চালানোর কোনো বিকল্প সমাধান খোঁজা উচিত। তবে টিকটক নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে ট্রাম্পের প্রশাসনের হাতে থাকবে।

সারাবাংলা/এনজে

চীনা কোম্পানি টিকটক ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর