Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলের নীতি গণহত্যার সঙ্গে সম্পর্কিত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:১১

ছবি: সংগৃহীত

জাতিসংঘের এক বিশেষ কমিটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নীতি ও কার্যক্রম গণহত্যার বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

১৯৬৮ সালে ইসরায়েলি দখলদারিত্ব পর্যবেক্ষণের জন্য গঠিত জাতিসংঘের এই কমিটি তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্যের সল্পতা এবং ক্ষুধাকে ব্যবহার করছে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে একটি বর্ণবাদী ব্যবস্থা পরিচালনা করছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ তদন্ত করেছে যে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যামূলক। আইসিজে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে অস্থায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

এই বিশেষ কমিটি জানায়, তাদের গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি এবং ইসরায়েল পরিদর্শনের অনুরোধে কোনো সাড়া দেয়া হয়নি, ফলে তারা সরাসরি ওইসব এলাকা পর্যবেক্ষণ করতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গাজায় সাধারণ মানুষকে নির্বিচারে ও অতিরিক্ত সংখ্যায় হত্যা করা হয়েছে। যুদ্ধ এবং মানবিক সহায়তা সীমিত করার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর অসহায় পরিস্থিতি আরোপ করা হয়েছে।’

কমিটি ইসরায়েলের বিরুদ্ধে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করারও অভিযোগ করেছে। তাদের দাবি, ‘ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এমন নীতির পক্ষে সমর্থন দিয়েছেন যা সাধারণ মানুষকে খাদ্য, পানি এবং জ্বালানি থেকে বঞ্চিত করে।’

ইসরায়েল ইতিমধ্যে এই অভিযোগ ও আইসিজের আদেশ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তারা আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইসরায়েল গণহত্যা গাঁজা জাতিসংঘ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর