Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্ষেপ নিয়ে রফিক বললেন, ‘বিসিবি সাড়া দেয়নি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৬:৪২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৪

রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে আছেন রফিক

বাংলাদেশের সেরা স্পিনারদের একজন তিনি। দেশের ক্রিকেটে সুদিন গড়ে দেয়ার অন্যতম কারিগর মোহাম্মদ রফিক।  সাকিব আল হাসান নিজেকে চেনানোর আগ পর্যন্ত মোহাম্মদ রফিককেই বলা হতো দেশ সেরা স্পিনার। বাঁহাতি এই স্পিনার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেছেন অনেকদিন। যুক্ত হয়েছেন কোচিংয়ে। গত আগস্টেই বলেছিলেন, বিসিবি চাইলে বিনা পারিশ্রমিকে কাজ করতেও ইচ্ছুক তিনি। কিন্তু আজ আক্ষেপ করেই বললেন, বিসিবি থেকে তারা কোনো সাড়াই পাননি এ ব্যাপারে। 

বিজ্ঞাপন

খেলা ছাড়ার পর ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করাচ্ছেন রফিক। বর্তমানে ব্যস্ত গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া রংপুর রাইডার্সকে নিয়ে। 

আজ মিরপুরে রংপুরের অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে রফিক বলেন, ‘আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।’

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহামদ সালহউদ্দিন। দ্বিতীয় মেয়াদে তার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে রফিক বলেন, ‘ দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো প্লেয়ার। আমরা কোচ হিসেবে কাজ করি আমরা হয়তো তাদের টিপস দিচ্ছি।’

সারাবাংলা/জেটি

বিসিবি মোহাম্মদ রফিক রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর