Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়ার জোটের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৮:১৯

প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক

শ্রীলংকায় আগাম সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২২৫ আসনের মধ্যে বামপন্থী এনপিপি জয় পেয়েছে ১৫৯টিতে। অন্যদিকে, প্রধান প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন জোট এসজেবি পেয়েছে ৪০টি আসন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অসন্তোষের মধ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী রূপরেখা তুলে ধরে জয়ী হন অনুরা কুমারা দিশানায়েক। কিন্তু সংসদে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। তাই সংসদে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দেন তিনি। এখন তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।

উল্লেখ্য, শ্রীলংকার সংসদে সদস্য সংখ্যা ২২৫ জন। তবে সংসদে ১৯৬ সদস্যকে সরাসরি নির্বাচিত করেন ভোটাররা। জেলা ভিত্তিক ভোটের অনুপাতের ভিত্তিতে জয় নির্ধারণ করা হয়। বাকি ২৯টি আসনের ক্ষেত্রে, সারা দেশের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে দলগুলোকে তা বরাদ্দ করা হয়।

সারাবাংলা/এইচআই

অনূঢ়া কুমারা দিশানায়েক শ্রীলংকা সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর