Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৫০

অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন— পিয়ারপুর গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে জারিফ ইসলাম জিমি, জগন্নাথপুরের মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল মান্নানের ছেলে সোহাগ।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, ‘বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও
সোহাগের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বেশকিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।’

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ আটক কুষ্টিয়া সেনাবাহিনী

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর