Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পিকআপ ও সিএনজি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৫:২৭

এ ঘটনায় আহত হয়েছেন দুইজন

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি’র চালকসহ দুইজন।

শুক্রবার (১৫ নভেম্বর) ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৪০)। সে সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হাঁড়িঙ্গাচালা গ্রামের মৃত মজুর আলীর ছেলে।

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান জানান, ‘এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি ১২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিক-আপ ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হন সিএনজির চালক ও অপর এক যাত্রী।’

তিনি আরও বলেন, ‘আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর