Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফক্স নিউজের পিটার ব্রায়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ০৯:৫০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:২৫

পিটার ব্রায়ান হেগসেথ

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিটার ব্রায়ান হেগসেথকে নির্বাচন করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১২ নভেম্বর) এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

পিটার হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগের প্রসঙ্গে ট্রাম্প এক বিবৃতিতে জানান, ‘আমি আনন্দের সঙ্গে হেগসেথকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করছি। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।’

এ সময় পিটের প্রশংসা করে তিনি বলেন, ‘পিট আমেরিকার জন্য নিজের জীবনের অনেক কিছুই উৎসর্গ করেছেন। যুদ্ধে তিনি ছিলেন অপ্রতিরোধ্য এবং শত্রুদের যম। তিনি খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী।’

ট্রাম্প আরও বলেন, ‘পিট এমন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিলেন, যিনি শক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

পিটার ব্রায়ান হেগসথ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করতেন। সাবেক এই সেনা কর্মকর্তা গুয়ানতানামো, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

৪৪ বছর বয়সী হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক কর্মকর্তা ছিলেন। তিনি কয়েকবছর জানিয়েছিলেন,তাকে সেনাবাহিনী আর চায় না। চরমপন্থী বিবেচিত হওয়ার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে স্ত্রী ও সাত সন্তান নিয়ে বসবাস করছেন।

সারাবাংলা/এসডব্লিউ

ডোনাল্ড ট্রাম্প পিটার ব্রায়ান হেগসেথ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর