Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে প্রতিবছর সাড়ে ৭ হাজার নারী স্তন ক্যানসারে প্রাণ হারান

স্পেশাল করেসপডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ০২:৪২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ০২:৪৪

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক সেমিনার

ঢাকা: বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার নারী স্তন ক্যানসারে প্রাণ হারান এবং ১৫ হাজার নারী ক্যানসারে আক্রান্ত হন। কারণ হিসেবে সামাজিক বাধা ও সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম হন বলে মত দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদফতর অডিটোরিয়ামে এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নয়টি দফতর ও অধিদফতরের নারী কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব বোঝানো এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত সেমিনারে স্তন ক্যানসার বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, (এনআইআপএইচ)-এর ডা. উম্মে হুমায়রা কানেতা নারীদের জন্য স্তন ক্যানসারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘মাসিকের পরে ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৪০ বছরের পর বছরে একবার ম্যামোগ্রাম করানো স্তন ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।’ সেমিনারে স্তন ক্যানসারের লক্ষণগুলো উল্লেখ করা হয়।

মানবাধিকার কর্মী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘মিডিয়ার সক্রিয় ভূমিকা আমাদের সচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলছে। অনেক গণমাধ্যম মিডিয়া পার্টনার হিসেবে এই উদ্যোগে আমাদের পাশে আছে।’

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন ও মোসা. ফেরদৌসী বেগম এবং প্রধান প্রকৌশলী মীর মনজুরুর রহমান, দফতর প্রধান এবং স্থাপত্য অধিদফতরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা, যা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার পরিচালনা করছে।

অক্টোবর মাসে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা চলবে নভেম্বর পর্যন্ত। এই উদ্যোগের মাধ্যমে নারীরা প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধে সচেতন হতে সক্ষম হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

নারী প্রাণ হারান স্তন ক্যানসার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর