Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ০১:৩৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আইনজীবী পরিষদের বিক্ষোভ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় হাইকোর্টে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন গণঅধিকার পরিষদ (জিওপি) ও আইনজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা।

আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং ড. রেজা কিবরিয়ার দল থেকে অপসৃত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। অথচ নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে, গণঅধিকার পরিষদের কাউন্সিল বৈধ। সে কারণেই আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু একই নাম বা কাছাকাছি নামে নিবন্ধন পেতে ১০-১২ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন রিজা কিবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার পদ ও দায়িত্বে থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি করছেন— এমন অভিযোগ করেন তারা।

গণঅধিকার পরিষদ ও আইনজীবী অধিকার পরিষদের অভিযোগ, সরকারি পদে থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হয়েও বিচারকাজকে প্রভাবিত করতে সরকারি পদ ব্যবহার করছেন তাজুল ইসলাম। ‘ষড়যন্ত্রকারী’দের আইনজীবী হিসেবে রিট শুনানি করতে হলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাজুলের দফতর থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুর এবং তার দলীয় কর্মীদের বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে। তার এই হঠকারী কার্যক্রম জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার শামিল। তার এ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর ভিত্তিহীন, বানোয়াট, অসত্য ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅধিকার পরিষদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভিপি নুর যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর