Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতীয় গণমাধ্যম মিথ্যা খবর ছাপলে প্রতিবাদ জানানো হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২২:১৪

বরিশাল পুলিশ লাইনস পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সারাবাংলা

বরিশাল: ভারতের কোনো গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর ছাপানো হলে তার প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়। আমরা অবশ্যই তাদের বলব, স্ট্রং একটা প্রতিবাদপত্র (প্রটেস্ট লেটার) তাদের দেওয়ার জন্য। এটা (আপত্তিকর সংবাদ) কোনো অবস্থায় কাম্য নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যমের খবরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয়, সেটা সবাই জানে। এখন তারা সত্যি রিপোর্টও দিলে সেটাও সবাই মিথ্যা ভাববে। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন এবং এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে থাকুন।’

বরিশাল সফর প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর এটাই আমার বরিশালে প্রথম পরিদর্শন। অন্যান্য জায়গার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, সবাই চেষ্টা করবেন যেন এটা না হয়। যেকোনো দাবি-দাওয়া থাকলে রাস্তা ব্লক না করে সঠিক চ্যানেলে উপস্থাপন করা হলে ভালো হয়।

উপদেষ্টা আরও বলেন, পুলিশ বাহিনীর আস্থার সংকট ছিল। তবে এটি হঠাৎ করে ঠিক হবে না। আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

বিজ্ঞাপন

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, নীরব চাঁদাবাজির কোনো বিষয় থাকলে এসপি, পুলিশ কমিশনার ও ডিআইজি সাহেবকে জানান। তারা ব্যবস্থা না নিলে আমাকে বা আইজি সাহেবকে জানান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেউ হয়রানিমূলক মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এখন অনেক নির্দোষ লোককে আসামি করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যারা অযথা মামলা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে যেন এ ধরনের মামলাগুলো না নেওয়া হয় এবং নিলেও বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার তদন্তে অবশ্যই সুরাহা হবে। ছয় মাসের সময় দেওয়া হয়েছে। আইজিপির নির্দেশে নতুন একটি টিম গঠন করে দেওয়া হয়েছে তদন্তের জন্য।

এ সময় পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ দিন সকালে সড়কপথে বরিশালে পৌঁছান স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বরিশাল খামার বাড়িতে কৃষি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এ উপদেষ্টা।

সারাবাংলা/টিআর

বরিশাল স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর