‘১৯৪৭-একাত্তর-নব্বই না হলে ৫ আগস্ট হতো না’
১৪ নভেম্বর ২০২৪ ২০:৩৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২২:১৪
রংপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই ভাবছেন ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে সবার মনে রাখা দরকার ১৯৪৭ না হলে ১৯৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে ভুলে যাওয়া যাবে না।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অতীকে ভুলে যাওয়া ঠিক নয়। যারাই অতীতকে ভুলে গিয়েছে তারাই বিপদে পড়েছে তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সংখ্যাগুরু না, সংখ্যালঘুও না। আমরা বাংলাদেশি। কাজেই এই বাংলাদেশ এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। জাতির মধ্যে বিভাজন থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। যেমন পতিত স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। এতে এক শ্রেণি এগিয়ে গেছে, অন্য শ্রেণি পেছনে পড়েছে।
তিনি আরও বলেন, নিজের দুই নাবালক সন্তানের কথা ও সহধর্মিণীর কথা চিন্তা না করে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে একজন মেজর হয়ে শহীদ জিয়া কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন। শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি। তিনি নিজে যুদ্ধ করেছেন। শহীদ জিয়া যখন ঘোষণা করেন, তখন তিনি সিনিয়র মেজর ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হলেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার সবসময় চলমান প্রক্রিয়া। এক প্রজন্ম থেকে সামনের প্রজন্ম সব প্রজন্মের আলাদা চাহিদা থাকে। তাই জনগণের চাহিদাই সংস্কারের শর্ত পূরণ। এজন্য ড. কামাল হোসেন বলেছেন- কলমের খোঁচায় সংবিধান সংস্কার করা যায় না। জনগণকে সঙ্গে নিয়ে সংস্কার করতে হয়। এজন্যই আমাদের দেশনায়ক তারেক জিয়া ৩১ দফা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক ও সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনজে