Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ বলে ৫ উইকেট: ৭ ওভারের ম্যাচও জিততে পারল না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ১৮:১৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:২০

পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে, টেস্ট জেতা হয়েছে আগেই। বাকি ছিল কেবল টি-টোয়েন্টি, পাকিস্তানের সামনে সেটারও সুযোগ ছিল আজ গ্যাবাতে।সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি পাকিস্তান।? গ্যাবায় বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় সাত ওভারে নেমে আসা ম্যাচে ২৯ রানে হেরেছেন মোহাম্মদ রিজওয়ানরা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

টসে হেরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৩ ও মার্কাস স্টয়নিসের ২১* রানের ক্যামিওতে সাত ওভারে ৯৩ রান তোলে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬৪ রান তুলেছে তাও নয় উইকেট হারিয়ে। 

বিজ্ঞাপন

রান তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ওভারে টানা দুই চারে পজিটিভ ইন্টেন্টই দেখিয়েছিলেন শাহিবজাদা ফারহান। কিন্তু স্পেন্সার জনসনের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন এই ডানহাতি ওপেনার। একাদশে সাত ব্যাটার থাকলেও প্রথম পাঁচজন ফিরেছেন মাত্র ১২ বলের ব্যবধানে। 

অজি পেসারদের তোপ আর পাকিস্তানি ব্যাটারদের ব্লাইন্ড হিটিংয়ে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের সকলেই ফিরেছেন সিংগেল ডিজিটে। তাদের স্কোর  ৮, ০, ৩, ৪, ৪, ০।  

জ্যাভিয়ের বার্টলেট নিজের প্রথম ওভারে এসে নেন মোহাম্মদ রিজওয়ান ও উসমান খানের উইকেট। পরের ওভারে বাবর আজমের পর ইরফান খানকে ফেরান নাথান এলিস। দুই পেসারের জোড়া আঘাতে সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষদিকে ১০ বলে ২০* রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন আব্বাস আফ্রিদি। বার্টলেট আর এলিস তিনটি ও জ্যাম্পা নেন দুই উইকেট।   

এর আগে ব্যাট করতে নেমে ম্যাথু শর্ট-জেক ফ্রেসার ম্যাকগার্ক প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে এনে দেন ১৬ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে ম্যাকগার্ক ফিরলে শুরু হয় গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব। নাসিম শাহকে প্রথম বলেই রিভার্স সুইপে আর। এক বল ডট দিয়ে পরেরটায় খেলেন অবিশ্বাস্য এক রিভার্স স্কুপ! ম্যাক্সওয়েল বলেই হয়তো নাসিমের ১৪০ কিমি/ঘণ্টার একেকটা ডেলিভারিতে অমন শট খেলা সম্ভব। সেই ওভারটা ম্যাক্সওয়েল শেষ করেছেন আরো দুইটি চার মেরে। 

বিজ্ঞাপন

তৃতীয় ও চতুর্থ ওভারে হারিস রউফ আর শাহীন আফ্রিদির মিলে আটকে ধরেন অজিদের রানের চাকা। তবে পঞ্চম ওভারে ম্যাক্সওয়েল ফেরেন আপন রূপে। দুই ছক্কা আর এক চারে তোলেন ১৯ রান। যেভাবে ব্যাট করছিলেন, একটা সময় দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি বোধহয় করেই ফেলবেন তিনি। তবে আব্বাস আফ্রিদির লো বাউন্সারে উড়িয়ে মারতে গিয়ে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ‘বিগ শো’। ১৯ বলে ৪১ রান করেন তিন ছক্কা আর পাঁচ চারে। 

৭ বলে ২১* রানের দারুণ ক্যামিওতে শেষটা করেছেন মার্কাস স্টয়নিস। শেষ ওভারে নাসিম শাহর বলে একাই তুলেছেন ২০ রান। 

সারাবাংলা/জেটি

টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান ক্রিকেট পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর