বিদ্যুৎ উৎপাদনে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত
১৪ নভেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:৩৬
ঢাকা: দশ বছরের উৎপাদন কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। আর এটা কেবল নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই মওকুফ হবে। পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমদানি করা সামগ্রীর ওপর ৫ শতাংশ অগ্রিম ভ্যাট মওকুফ করার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ভ্যাট মাফ হবে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়ন পত্রের ভিত্তিতে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, তারা এ সুবিধা পাবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর পরবর্তী ৫ বছরের পরিবর্তে ১০ বছর শতভাগ কর অব্যাহতির সুবিধা পাবে তারা। পরবর্তী ৩ বছরে ৫০ শতাংশ ও তার পরের ২ বছরে ২৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া বৈঠকে নবায়নযোগ্য শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অধিকতর সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করবে বলেও উল্লেখ করা হয় বৈঠকে।
ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সচিবরা অংশ নেন।
সারাবাংলা/জেআর/এমপি
অর্ন্তবর্তী সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ মুহাম্মদ ফাওজুল কবির খান