Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফল খাওয়ার পর অসুস্থ ভাই-বোন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৬:৩৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫২

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: খুলনায় বাজার থেকে নিয়ে আসা ফল খাওয়ার পর দুই ভাই-বোনের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাদের দুজনের। ধারণা করা হচ্ছে, ফলগুলো থেকে বিষক্রিয়ার কারণে শিশু দুটি প্রাণ হারিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু ইরানী (৫) ও আব্দুল গনির (৪)। তারা রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার সন্তান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাতে ওই দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে ফেরেন। রাতের খাবার খাওয়ার পর ওই শিশুরা বাবার আনা আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে।

ওসি বলেন, শিশু দুটিকে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফল থেকে কোনো ধরনের বিষক্রিয়া শিশু দুটির মৃত্যুর কারণ হতে পারে বলে পরিবার ধারণা করছে— এ তথ্য জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি/টিআর

বিষাক্ত ফল মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর