Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইকে হত্যার দায়ে ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৬:১৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫২

গাইবান্ধা: গাইবান্ধায় বড় ভাই শহিদুল হককে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় ছোট ভাই আরিফ বিল্লাহকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আরিফ বিল্লাহ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ নভেম্বর রাতে ভাত খাওয়া নিয়ে বড় ভাই শহিদুল হকের সাথে ছোট ভাই আরিফ বিল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বড় ভাইকে উপর্যপরি আঘাত করে গুরুতর আহত করে। স্বজনরা শহিদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে আরিফ বিল্লাহকে আসামী করে মামলা দায়ের করেন। ওই হত্যা মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয় আদালত।

সারাবাংলা/এসআর

গাইবান্ধা ছোট ভাইর ফাঁসি বড় ভাইকে হত্যা