Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণঅভ্যুত্থানে আহতদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা নিশ্চিত করুন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫২

ঢাকা: অন্তবর্তী সরকার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ হতে ডাক্তার এনে তাদের উন্নত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ থেকে এমন আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন)।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই জানি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গত জুলাই-আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়ে চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছেন অনেকে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অগণিত ছাত্র জনতা। আমরা আইনজীবী ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চায়। গতকাল জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার দাবিতে গুরুতর আহত ছাত্র-জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ করতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমরা বলতে চাই অন্তবর্তী সরকার তাদের সুচিকিৎসা এবং প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ হতে ডাক্তার এবং যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন।

আহতদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছি।

মাহফুজুর রহমান মিলন আরও বলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন কার্যকরি কমিটির সদস্যরা সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে গত ৭ নভেম্বর একদল উচ্ছৃঙ্খল আওয়ামী কর্মীদের অশোভন ও আক্রমনাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত জুলাই-আগস্টের ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিদেশে বসে তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতোমধ্যে পতিত শেখ হাসিনার একের পর এক ফাঁসকৃত কল রেকর্ডে তার দোসরদের বিভিন্ন ধরণের হিংসাত্মক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

এ ছাড়াও ফেইসবুকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা শ্লোগান দিয়ে বিদেশের মাটিতে ড. আসিফ নজরুলের প্রতি আক্রমনাত্মক আচরণ জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানী ঘটেছে। বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকান্ড ও সরকারের আইন উপদেষ্টার সঙ্গে এহেন অশোভন ও আক্রমনাত্মক আচরণের জন্য অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বারের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, আমরা আরও লক্ষ্য করছি যে, ‘দেশের চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বেই বিভিন্ন অশুভ শক্তি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতেছে। যা দেশের গণতন্ত্রমনা জনগণ কঠোর হস্তে দমন করবেন বলে আমরা আশা রাখি।’

সারাবাংলা/কেআইএফ/এমপি

জুলাই-আগস্ট অভ্যুত্থান বিদেশে চিকিৎসা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হতাহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর