চোটে জর্জরিত ব্রাজিল নিয়ে দুশ্চিন্তায় দরিভাল
১৪ নভেম্বর ২০২৪ ১২:৩৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৮
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা একদমই ভালো ছিল না তাদের। ব্রাজিল অবশ্য শেষ কয়েক ম্যাচে জয়ের ধারায় ফিরে কিছুটা স্বস্তিতে ফিরেছিল। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি একের পর এক ইনজুরির আঘাতে। ভেনিজুয়েলার বিপক্ষে আগামীকালের বাছাইপর্বের ম্যাচের আগে ব্রাজিল শিবির চোটে জর্জরিত। ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, চোটে বিপর্যস্ত স্কোয়াড নিয়ে বেশ দুশ্চিন্তার মাঝেই আছেন তিনি।
দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকা নেইমার ইনজুরি কাটিয়ে ফিরলেও তার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই মাসের দুই ম্যাচের জন্য স্কোয়াডে রাখেননি কোচ। নেইমার অবশ্য স্কোয়াড ঘোষণার পরে আল হিলালের হয়ে মাঠে নেমে আবার ইনজুরিতে পড়েছেন। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে একই ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন এডার মিলিতাও ও রদ্রিগো। মিলিতাওকে ৯ মাসের মাঝে আর পাবে না ব্রাজিল। রদ্রিগো কবে ফিরবেন সেটাও নিশ্চিত নয়।
দরিভাল বলছেন, দল সাজাতেই হিমশিম খাচ্ছেন তিনি, ‘সত্যি বলতে সাম্প্রতি সময়ে খুব জটিল অবস্থার মাঝে দিয়ে যাচ্ছি আমরা। একের পর এক চোট, এটা খুবই দুর্ভাগ্যজনক। সবশেষ মিলিতাওয়ের বড় চোটটা আমাদের জন্য বড় আঘাত। অনেক কিছু ভেবেই সেরা একাদশ বাছাই করতে হবে এখন।’
নতুনভাবে ইনজুরিতে পড়া নেইমার সুস্থ হয়ে আগের চেয়ে শক্তিশালী হয়েই ব্রাজিল দলে ফিরবেন, এমনটাই আশা দরিভালের, ‘নেইমারের যে পরিস্থিতি, সেটা কারোরই কাম্য নয়। কঠিন অবস্থার মাঝে সময় কাটাচ্ছে সে। তবে আমার মনে হয় এই ইনজুরি তাকে আরও দৃঢ় করবে। সে আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ফিরবে বলেই আমার বিশ্বাস। আমরা তার দ্রুত ফেরার কামনা করছি।’
আজ রাত ৩টায় ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ৫ দিন পর উরুগুয়ের মুখোমুখি হবেন তারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেলেসাওরা।
সারাবাংলা/এফএম