জার্মানির পার্লামেন্টে আস্থা ভোট ১৬ ডিসেম্বর
১৪ নভেম্বর ২০২৪ ১০:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১১:৪৬
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস আগামী ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট দেবেন। আস্থা ভোটে হেরে গেলে শলৎসের জোট সরকারের পতনসহ আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বুধবার (১৩ নভেম্বর) একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে এএফপি।
এদিকে জার্মান পার্লামেন্টের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ডিপিএ ও এএফপি জানিয়েছে, আস্থা ভোটে হেরে গেলে আগামী ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এর আগে, ১০ নভেম্বর জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডি-তে দেওয়া এক সাক্ষাৎকারে শলৎস বলেন, ‘আমি জোর করে ক্ষমতায় থাকতে চাই না। সবাই একমত হলে বড়দিনের আগেই আস্থাভোট নিতে আমার আপত্তি নেই।’
আরও পড়ুন- বড়দিনের আগেই আস্থাভোটে রাজি শলৎস
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি ও বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। সেই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়। জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস। এর প্রেক্ষিতে জোটের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর জোট থেকে নিজেদের সরিয়ে নেয় ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি বা এফডিপি।
এই পরিস্থিতে আগামী ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে ধারনা করা হচ্ছে।
জার্মানিতে সবশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর। নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে। জোট সরকারের অংশীদার হয় সবুজ দল এবং এফডিপি। কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়।
সারাবাংলা/এইচআই