Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১১:২৫

হোয়াইট হাউজে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন তারা

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ৪৭তম প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বর্তামন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে উভয়েই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ নিয়র্ক টাইমস খরবটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাইডেন বলেন, ‘আমরা আগে যেমনটা বলেছি, আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছি।’ ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সুবিধার জন্য যা যা দরকার, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্বাগতম, ফিরে আসায় আপনাকে স্বাগতম।’

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেছেন, ‘ওভাল অফিসে দুই নেতা একটি ‘সৌহার্দ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ’ বৈঠক করেছেন। এসময় তাদের সাথে শুধুমাত্র হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জেফ জিয়েন্টস এবং সুসি ওয়াইলস যোগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।’

জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, এসময় বাইডেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্রাম্পকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য বলেন। তবে উপদেষ্টা ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কে বিশদ কিছু বলেননি।

ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। আমরা কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার (বাইডেনের) মতামত জানতে চেয়েছি।’

বিজ্ঞাপন

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত জেট বিমানে ওয়াশিংটনে নামেন তিনি।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারান তিনি। এর পরদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

সারাবাংলা/এইচআই

জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর