Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন আবু সাঈদের ২ ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ০৩:১৪

গত ৯ অক্টোবর আবু সাঈদের দুই ভাইয়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিল বসুন্ধরা গ্রুপ।ছবি: সংগৃহীত

রংপুর: বসুন্ধরা গ্রুপে সদ্য নিয়োগ পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই চাকরি ছেড়েছেন। চাকরি ছাড়ার কারণ হিসেবে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন।

বুধবার (১৪ নভেম্বর) রাতে আবু সাঈদের ভাই রমজান আলী ও আবু হোসেন চাকরি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, পদত্যাগপত্র ই-মেইল ও ডাকযোগে বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রমজান আলী জানান, গত ৯ অক্টোবর তাদের বাড়িতে এসে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন। তাকে করা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা ও তার ছোট ভাই আবু হোসেনকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ কর্মকর্তা। তাদের কর্মস্থল বলা হয়, রংপুরে; কিন্তু কী কাজ, তারা জানেন না। তাই তারা কর্মস্থলে যোগদান করেননি। ৮ নভেম্বর তারা বসুন্ধরা গ্রুপের ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

চাকরি ছাড়ার বিষয়ে জানতে চাইলে আবু হোসেন বলেন, তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না। তাই কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাঈদের আত্মত্যাগের মহিমাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চান না।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

সারাবাংলা/পিটিএম

আবু সাঈদ আবু সাঈদের ভাই