Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার সাবেক এমপি আলী আজম ঢাকায় গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ০২:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১১:১২

সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। ছবি: র‌্যাব

ঢাকা: ভোলা -২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। তার বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজি ও ভোলা সদর থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/ইউজে/টিআর

আলী আজম মুকুল বিশ্বে র‍্যাবিটহোল ভোলা-২ র‍্যাব সাবেক সংসদ সদস্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর