Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্রান্ত ছাড়াল ৭৬ হাজার, মৃত্যু আরও ৫ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২১:৫১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৫৩

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে এক হাজার ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ২১ জন। এর মাঝে ৭১ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৩৭২ জন।

বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৭৭০ জন ও নারী ৪৫১ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচ জনের মধ্যে তিন জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এছাড়া ঢাকা মহানগরীর বাইরে একজন ও চট্টগ্রাম মহানগরীর বাইরে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৭২ জন। এর মাঝে ৫০ দশমিক ৩ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৭ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯৭ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৩১২ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনা বিভাগে ১৬০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৯৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় ছয় জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর