অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক-২
১৩ নভেম্বর ২০২৪ ২১:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:০৩
বেনাপোল: যশোরের বেনাপোলের এক কলেজছাত্রীকে অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে। এর আগে রোববার সকালে ওই কলেজছাত্রীকে কদমতলা এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয়।
অপহণের ঘটনায় আটকরা হলেন- কাগজপুকুর গ্রামোর আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু ও আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন।
পুলিশ জানায়, অপহরণের পর কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় বাবু ও বিল্লালকে আটক করা হয়।
পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া কলেজছাত্রী উদ্ধার ও দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, পৃথক অভিযানে ইজিবাইক বিক্রির নামে প্রতারনা মামলায় যশোর সদরের আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন ও সাত বছর সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি বেনাপোলের মোহর আলির ছেলে মোক্তার হোসেনকে আটক করা হয়। আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এসআর