Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের মামলায় ব্যারিস্টার খোকনসহ বিএনপিপন্থি ৬৬ আইনজীবী খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ০১:৪৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০২:১৫

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি

ঢাকা: বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরার আহম্মেদ তাদের অব্যাহতি দেন।

বুধবার (১৩ নভেম্বর) কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেছিলেন। গত ১০ অক্টোবর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীর বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না পেয়ে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রদিবেদন দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আদালত প্রতিবেদন গ্রহণ করে শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেন। এ দিন শুনানি শেষে আসামিদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া অন্য আইনজীবীদের মধ্যে রয়েছেন— বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মো. মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ্ আল-মামুন, শাম্মী আক্তার, মোছা. হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউসুফ সরকার, আজাহারুদ্দিন রিপন, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, জহুরুল ইসলাম মুকুল, কাজী পনির, এস এম হুমায়ুন কবির, মোছা. তাহমিনা আক্তার হাসমি, হাফিজুর রহমান হাফিজ, তহিদুর রহমান তৌহিদ, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফিক।

বিজ্ঞাপন

তালিকার বাকি আইনজীবীরা হলেন— মোছা. খুকি, যাদু, নুরুজ্জামান, জাবেদ, আনোয়ার হোসেন, ইব্রাহীম স্বপন, সাঈদ আবু জাফর রিজভী, আল ফয়সাল সিদ্দিক, এমডি কাইয়ুম, দেলোয়ার জাহান রুমি, এ. আর রায়হান, আমির, আব্দুর রশিদ, নুরুজ্জামান তপন, মাজিদুর রহমান মাজেন, তানভীর সোহেল, মোছা. রওসন দিল আফরোজ, সেলিম চৌধুরী, শাহাদাত হোসেন আদিল, আব্দুল বাছেদ রাখি, শেখ আলাউদ্দিন, রফিক (সাবেক লাইব্রেরিয়ান), ইলিয়াছ, আফজাল মৃধা, টিপু সুলতান, আশরাফ জালাল খান মনন, শিপন, লুৎফর, লতিফ ভূঁইয়া, মাহাবুব উদ্দিন, পাপ্পু, রাহাত, রাসেল আহম্মেদ, ফরিদ উদ্দিন ও শহিদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছিল, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে অনেক আইনজীবী নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ঢাকা আইনজীবী সমিতির ভবনের প্রবেশ মুখে প্রধান সড়ক অবরোধ করে। যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তখন মিছিলকারীরা হট্টগোল করে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে কর্তব্যরত পুলিশের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডের লাঠি দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করেন।

এজাহারে বলা হয়, এ সময় আত্মরক্ষায় এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাসহ আদালত প্রাঙ্গণ এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

খালাস পুলিশের মামলা বিএনপিপন্থি আইনজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর