Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কারখানা সিলগালা, আড়াই হাজার কেজি পলিথিন জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৩৫

উদ্ধার অভিযান শেষে কারখানা ছাড়ছেন কর্মীরা

ঢাকা: বাজারে পলিথিন নিষিদ্ধের অভিযানে ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা এবং দুই হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অংশ নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার সচিবালয়ে সভা করেন। সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পে প্রথম অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন জোন চিহ্নিত করতে হবে। কোরিয়ান ইপিজেড, বন বিভাগ, আইইউসিএন, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবে। আরও ৫টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হবে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

বিজ্ঞাপন

রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পে প্রথম অনুদান প্রদান’ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সেখানে বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে। সবাইকে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে আসতে হবে।’

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

কারখানা সিলগালা পরিবেশ উপদেষ্টা পলিথিন জব্দ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর