Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক মেয়রের সঙ্গে দেখা করলেন ভারতের সহকারী হাইকমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৮:১৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৫২

https://sarabangla.net/news/post-929071/

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব নেওয়া মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ কূটনীতিক।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে সাক্ষাতে চসিক মেয়র বন্দরনগরীকে নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পেশাগত জীবনে আমি একজন চিকিৎসক। আমি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। পরিচ্ছন্নতা কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করছি। প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যাগুলো বুঝে সমাধানের চেষ্টা করছি।’

মেয়র আরও বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। সিটি করপোরেশনের মেমন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করেছি। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা দিচ্ছি। আমার স্বপ্ন আমি জনগণকে সঙ্গে নিয়ে ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম গড়ব।’

ভারতের সহকারী হাইকমিশনার মেয়রের দায়িত্ব নেওয়ায় শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মো. জিল্লুর রহমান ও সহকারী একান্ত সচিব মারুফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমপি

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর