চট্টগ্রামে ২ ফোম কারখানায় আগুন
১৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুটি ফোম কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় ফোম কারখানাগুলোতে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে দেখা গেছে, পাশাপাশি থাকা ফোম কারাখানাগুলো আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের ১৫ থেকে ২০ জন সদস্য আগুন নেভানোর কাজ করছেন।
সাধন মজুমদার নামে স্থানীয় এক ব্যক্তি সারাবাংলাকে বলেন, ‘আমি আগুন লাগার খবর পেয়েই এখানে আসি। তখন দাউ দাউ করে একটি ফোম কারখানায় আগুন জ্বলছিল। এরপর সেখান থেকে আরেকটিতে লেগে যায়। এখানে আগে খেলার মাঠ ছিল। সাত-আট মাস আগে ফোম কারখানাগুলো হয়। মালিক এখানে আসে না। তারা পটিয়া ও সাতকানিয়ায় থাকে।’
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন কর্মকর্তা শামীম মিয়া সারাবাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন থেকে দুটি এবং আগ্রাবাদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায়ই এক ঘন্টা পর আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। তবে ফোমের কারখানা হওয়ায় এখনও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখানে দুটি ফোমের কারখানা ছিল। প্রথমে একটিতে আগুন লাগে। এরপর সেখান থেকে আরেকটি কারখানায় আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।’
সারাবাংলা/আইসি/এসআর