Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণআন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের সন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৭

ঢাকা: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. কাজী শামীম উজ্জান বলেছেন, যুক্তরাজ্য থেকে আসা দুইজনের চিকিৎসক দল হাসপাতালে আহত ৮৫ জন রোগীকে দেখেছেন। এখন পর্যন্ত ১৬ জনের অস্ত্রোপচার করেছেন। আগামীকাল আরও দুইজনের অস্ত্রোপচার করা হবে। তারা আমাদের চিকিৎসা প্রটোকল ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে এসব কথা বলেন নিটোরের পরিচালক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৫ নভেম্বর থেকে নিটোরে যুক্তরাজ্যের দুইজন ডাক্তার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা করছেন।

এদিন সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। তারা হাসপাতালের ডাক্তার এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের ৪ তলায় প্রত্যেকটি রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সাথে বিস্তারিত কথা বলেন।

হাসপাতালের ৪র্থ তলায় পরিদর্শন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার।

তবে এ সময় স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্যে গায়ে হাত দেওয়ার অভিযোগ করে একদল মানুষ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি করে। স্বাস্থ্য উপদেষ্টা, হাইকমিশনার অফিসসহ সকলে তাদের বারবার বোঝানোর চেষ্টা করলেও তারা কর্ণপাত করেননি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের সঙ্গে কথা বলা ছাড়াই চলে আসতে বাধ্য হন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এমপি

গণআন্দোলন নিটোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর