Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত ডোবায় মিলল বিশাল আকৃতির অজগর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৬:০৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:১২

ফুটেজ ছবি

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় একটি পরিত্যক্ত ডোবায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিনপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে ওই অজগর ধরেন স্থানীয়রা।

অজগরটি এক নজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভীড় জমে।

স্থানীয়রা জানান, ভোরে মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশাপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।

গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগর ধরেন। পরে সকাল ৯ টার দিকে তারা অজগরটি তার কাছে হস্তান্তর করেন।

ঢাকা থেকে একটি টিম অজগরটি নেওয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অজগর মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর