কৃষক হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন
১৩ নভেম্বর ২০২৪ ১৭:০২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৮:০৪
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। এ মামলায় আরও চার আসামীর এক বছর করে কারাণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় করিম উদ্দিন নামের এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের রেকর্ড কিপার মো. হাফিজ উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছেন।
এক বছরের কারাদণ্ডের আদেশ প্রাপ্তরা হলেন- মো. নাছিম, এখলাস উদ্দিন, মঞ্জুরুল ও বাবুল। তাদের প্রত্যেকের এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের দরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে কৃষক হাবিবুর রহমান প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদি হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক শেষে এ আদেশ দেন।
সারাবাংলা/এসআর