Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে শিশু হত্যা, মাদকাসক্ত নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১২:৪৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০০

নিহত শিশু সাদিয়া

যশোর: জেলার ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চম্পা খাতুন নামে মাদকাসক্ত এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির মরদেহ কোথায় আছে তা দেখিয়ে দেন আটক চম্পা খাতুন।

নিহত শিশুর নাম সাদিয়া। সে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন।

এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান তিনি।

এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরে চম্পার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। সে প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

যশোর শিশু হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর