Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুরস্কার’ পাচ্ছেন মাস্ক, যুক্ত হচ্ছেন ট্রাম্প প্রশাসনে

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১২:১৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০১

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক সমর্থন দিয়েছেন টেক জায়ান্ট টেসলার ইলন মাস্ক। বিভিন্ন নির্বাচনি প্রচারেই কেবল সক্রিয় ছিলেন না, বিপুল পরিমাণ অর্থও অনুদান দিয়েছেন। ভোটে জয় পেয়ে এবার মাস্ককে নিজের প্রশাসনে যুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র দায়িত্বে থাকবেন টেসলা বস মাস্ক।

বুধবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। সে তালিকাতেই যুক্ত হলেন ইলন মাস্ক। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’তে তার সহকারী হিসেবে থাকবেন বিবেক রামাস্বামী।

বিজ্ঞাপন

কী কাজ করবেন ইলন মাস্ক

সংক্ষেপে ‘ডজ’ নামে পরিচিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এবারই প্রথম মার্কিন প্রশাসনে যুক্ত করছেন ট্রাম্প। তার ভাষ্য, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এই দফতরটি সরকারি কাজে গতি সঞ্চার করবে। ট্রাম্প জানিয়েছেন, এই বিভাগের দায়িত্বে থাকা মাস্ক ও রামাস্বামী ‘সরকারের বাইরে থেকে উপদেশ ও পরামর্শ দেবেন’।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, নতুন এই বিভাগটি ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করবে। এ ছাড়া এই বিভাগ সরকারি ব্যয় কমানো এবং আমলাতান্ত্রিক বাধা কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দফতরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন।’

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প চিফ অব স্টাফের দায়িত্ব দিয়েছেন সুসি উইলসকে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে মনোনীত করেছেন।

সারাবাংলা/এইচআই/টিআর

ইলন মাস্ক টেসলা ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর